মেহেরপুরের গংনীতে ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

 

মেহেরপুর জেলা প্রতিনিধি  ঃ মেহেরপুরের গাংনীতে বিএনপির  অফিসে হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার গাংনী পৌর যুবদলের আহবায়ক ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম বাদি হয়ে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মামলাটি দায়ের করেনে।  মামলাটির তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন  (পিবিআই) কে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। 

 মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ আগষ্ট সকাল সাড়ে ১১ টার সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের দলীয় কার্যালয়ে বসেছিলেন। এসময় ছাত্রলীগের মিছিল । মিছিল শেষে পরিকল্পিতভাবে গাংনী উপজেলা বিএনপির অফিস হামলা চালিয়ে ভাংচুর , এ সময়  অফিসের আসবাবপত্র মোটর সাইকেল ও দলীয় সাইনবোর্ড ভেঙ্গে তছনছ করে ছিড়ে ফেলা হয়।  এমন  অভিযোগ তুলে মামলা করা হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ ১৪ জনকে আসামী করে  মামলা দায়ের করা হয়েছে। 





Post a Comment

Previous Post Next Post