গাংনীর বাঁশবাড়ীয়া গ্রামে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা

 


 গাংনীর বাঁশবাড়ীয়া  গ্রামে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা 

মেহেরপুর  জেলা প্রতিনিধি ঃ গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রী বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। স্বামী আশিক (২২), এবং স্ত্রী সুমাইয়া খাতুন (১৮) একযোগে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।আশিক বাঁশবাড়ীয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে। 

 মঙ্গলবার সন্ধ্যায় তারা নিজ ঘরে এক সাথে বিষপান করে। পরিবারের লোকজন তাদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত উপ সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) ডা. সোহাগ আহম্মেদ বলেন, তাদের দুজনই এখন আশঙ্কামুক্ত। 


  

 


Post a Comment

Previous Post Next Post