মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আসাব আলী নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আসাব আলী একই উপজেলার সিন্দুকৌটা গ্রামের হাসমতুল্লাহর ছেলে। শুক্রবার সন্ধ্যায় দেবীপুর গ্রামে পানিতে ডুবে আসাব আলীর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আসাব আলী তার মায়ের সাথে উপজেলারদেবীপুর গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে নানার বাড়ির অদূরে একটি পুকু পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি গড়িয়ে পুকুরের পানিতে পড়ে, আসাব আলী ফুটবলটি পানি থেকে তুলতে গেলে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। ততক্ষণে আসাব আলী মারা গেছে।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।