ফকিরহাট উপজেলার লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুলের রাস্তা ঢালাই কাজের শুভ-উদ্বোধন
বি এম রাকিব হাসান খুলনা ব্যুরো : গতকাল ফকিরহাট উপজেলার লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুলের সাইট গেটের রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়।এ সময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুল পরিচালনা কমিটির কো-অপ্ট সদস্য ডাঃ এস এম গোলাম রব্বানী এবং লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ স ম নাসিম উদ্দিন মাহতাব, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য তুহিদুল ইসলাম তুহিন প্রমুখ।এসময় মেইন গেট সরেজমিনে পরিদর্শন করে দ্রুত কাজ শুরু করার আশা ব্যক্ত করেন।