মেহেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪৬তম প্রয়াণ দিবস পালিত

 


            মেহেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪৬তম প্রয়াণ দিবস পালিত 


আমিরুল ইসলাম অল্ডাম   ঃ ১২ ভাদ্র।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রয়াণ দিবস। মেহেরপুরের গাংনীতে প্রেমের কবি, মানবতার কবি, দ্রোহের কবি,সাম্যের কবি , জাগরণের কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

 শনিবার  রাত সাড়ে ৭ টার সময় গাংনী  উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা  শিল্পকলা একাডেমিতে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন কমিটির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম। 

শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায়  বিদ্রোহী কবি নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবনাদর্শ তুলে ধরেস্মৃতিচারণ করেন , বিশিষ্ট সংস্কৃতসেবী সাংবাদিক জুলফিকার আলী কানন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গাংনী  সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী, সাংস্কৃতিক সংগঠক আজিজুল হক রানু, উপ সহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু, হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী হেলালউদ্দীন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এম এন পাভেল  প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা ও পরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান  পরিবেশন ও কবিতা আবৃতি করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ রতন সরকার, সালদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, শিক্ষিকা মিতা প্রমুখ। 

গান পরিবেশন করেন ,গাংনী শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সেলিম রেজা, আজিজুল হক রানু, সাংবাদিক জুলফিকার আলী কানন, মাখছুরাতুম লাজ, শিশু শিল্পী আদ্রিতা ইমরোজ মেঘ, নিরব,  পূণ্যসহ শিল্পকলা একাডেমীর শিল্পীরা।


আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post