মেহেরপুরে চলন্ত বাসের চাকার নিচে মাথা দিয়ে নারীর আত্মহত্যা
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে চলন্ত বাসের চাকার নিচে মাথা দিয়ে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারী আত্মহত্যা করেছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,অজ্ঞাত ওই মহিলা সকাল থেকে বাসস্ট্যান্ডে এলাকায় ঘোরাফেরা করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক ভাবে একটি চলন্ত বাসের চাকার নিচে সে মাথা দিলে.ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহমেদ জানান,নিহত ওই নারীর লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। সেই তার পরিচয় সনাক্তের কাজ চলছে।
আমিরুল ইসলাম অল্ডাম
Tags:
‘মেহেরপুর