গাংনী উপজেলা চোরাচালান ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনী উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম,এ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দরু রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহমেদ, জাতীয় পার্টি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ,এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার ,তেঁতুলবাড়ীয়া,কাজীপুর, বামন্দী, ষোলটাকা ,সাহারবাটি, ধানখোলা ইউপির চেয়ারম্যান যথাক্রমে নাজমুল হুদা বিশ্বাস,আলম হুসাইন, ওবাইদুর রহমান কমল,আনোয়ার হোসেন পাশা, মশিউর রহমান, আঃ রাজ্জাক প্রমুখ।
শেষে উপজেলা নির্বাহী অফিসার ওসি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আমিরুল ইসলাম অল্ডাম