মেহেরপুরেজেলা ট্রাক ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

 

 আমিরুল ইসলাম অল্ডাম

 

 ঃমেহেরপুর জেলা ট্রাক , ট্রাক্টর, কাভার্ডভ্যান , ট্রাংকলরি (দাহ্য পদার্থ ব্যতীত)  শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলে। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে মোট ১ হাজার ৬৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। নির্বাচনে রকেট- বাবু পরিষদে সভাপতি পদে নিজামুল ইসলাম রকেট, সাধারন সম্পাদক পদে কুতুবউদ্দীন বাবু, কার্যকরী সভাপতি পদে হাফিজুর রহমান , সহ সভাপতি পদে নুরুল ইসলাম, সহ সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে  মিয়াজান আলী, প্রচার সম্পাদক পদে শহিদুল ইসলাম, লাইন সম্পাদক পদে আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ পদে কামাল শেখ রিঙ্কু,কার্যকরী সদস্য কাবেল আলী, এবং মন্টু। 

অন্যদিকে আকিব – শাহজাহান প্যানেলে সভাপতি পদে এস এম আকিব, সাধারন সম্পাদক পদে শাহজাহান , কার্যকরী সভাপতি পদে বাহাদুর  , সহ সভাপতি পদে  মাসুদ, সহ সম্পাদক পদে  সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আক্তার , প্রচার সম্পাদক পদে মানিক, লাইন সম্পাদক পদে তারেক, কোষাধ্যক্ষ পদে সোহেল ,কার্যকরী সদস্য সমসের আলী ও রিপন।এছাড়াও নির্বাহী সদস্য পদের সুমন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে  প্রতিদ্ব›িদ্বতা  করেছেন।

 মেহেরপুর জেলা ট্রাক , ট্রাক্টর, কাভার্ডভ্যান , ট্রাংকলরি (দাহ্য পদার্থ ব্যতীত)  শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাহিনুজ্জামান পোলেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল ধরণের  প্রস্তুতি নেয়া হয়। এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও ভোটাররা  সুশৃঙ্খলভাবে তাদের ভোট দিয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ভোট গণনা চলছিল। 


আমিরুল ইসলাম অল্ডাম



Post a Comment

Previous Post Next Post