গাংনীতে তুচ্ছ ঘটনায় উভয়পক্ষের মহিলাসহ ৫ জন আহত

 


আমিরুল ইসলাম অল্ডাম  :  গাংনী উপজেলার ব্রজপুর গ্রামে তুচ্ছ  বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, ব্রজপুর মুসাব আলী (৫০), শাহিরুল ইসলাম (২৫), জাহিদুল ইসলাম (৩০), অন্যপক্ষের রোজিফা খাতুন (৪৫) ও আলমগীর হোসেন (২৫) ।

বুধবার সন্ধ্যায় ব্রজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ব্রজপুর গ্রামের আলমগীরের ছেলের সাথে মুসাব আলীর পরিবারের একটি ছেলে খেলা করছিল। খেলার এক পর্যায়ে আলমগীরের ছেলে মুসাব পরিবারের  ছেলে মারপিট করে। এরই জের ধরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এঘটনাা নিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 




Post a Comment

Previous Post Next Post