কাঁচা মরিচের কেজি ৭০ টাকা



 

 

 

মেহেরপুরে অর্ধেকেরও নিচে নেমে এসেছে কাঁচা মরিচের দাম। এদিকে, গত ১২ আগস্ট পর্যন্ত খোলা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ টাকার বেশি বিক্রি হতো। বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, কাঁচা মরিচের আমদানি বাড়ায় বাজারে দাম কমেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে শহরের বড় বাজার ও তার আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত কাঁচা মরিচ আমদানি রয়েছে। পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০/৬৫ টাকা দরে বিক্রি করছেন। সেই মরিচ খোলা বাজারে খুচরা ব্যবসায়ীরা ৭০ টাকা দরে ভোক্তাদের কাছে বিক্রি করছেন। 
    
মতিয়ার নামের আরেক ক্রেতা বলেন, ১০ দিন আগে যে কাঁচা মরিচ কিনেছিলাম ২৫০ টাকা কেজি, আজ কিনলাম ৭০ টাকা দিয়ে। দাম অনেক কমেছে। তবে এরসঙ্গে যদি অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে যেতো, তাহলে সাধারণ মানুষ স্বস্তি পেতো

কাঁচা মরিচের পাইকারি বিক্রেতা আজিজ সরকার বলেন, ‘আমরা মোকাম থেকে ৫০ থেকে ৫৫ টাকা দরে পাইকারি কিনি। বর্তমানে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তাই পরিবহন খরচ যুক্ত করে কাঁচা মরিচ ৭০ টাকা কেজি দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি।’

বর্তমানে ভারত থেকে প্রচুর কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এভাবে আমদানি থাকলে আগামীতে দাম আরও কমতে পারে বলে জানান তিনি।

 


Post a Comment

Previous Post Next Post