গাংনীতে কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনীতে ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দবিস যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিন¤্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে কৃষকলীগ এই আয়োজন করে।
আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় গাংনী বাজার বাসস্ট্যান্ডে গাংনী উপজলো কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতত্বিে অনুষ্ঠতি সভায় প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে মহেরেপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী ,সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল আল।
গাংনী উপজেলা কৃষকলীগের সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগ সম্পাদক ফজলুর রহমান ফজল,কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সেক্রেটারী আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,সেক্রেটারী শফি কামাল পলাশ,যুবলীগের যুগ্ম সেক্রেটারী ও জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, প্রমুখ।
জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দিবসটি পালনে নানা কর্মসূচী গৃহিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বঙ্গবন্ধুর সহ পরিবারের সদস্যদের বিদেহী আত্মার প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমিরুল ইসলাম অল্ডাম