জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুজিবনগর প্রেসক্লাবের শ্রদ্ধা
মুজিবনগর থেকে মোঃ জাহিদ হাসান
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সোমবার ১৫ আগস্ট সকাল সাড়ে ৮ টায় মুজিবনগর কমপ্লেক্স মানচিত্র সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুজিবনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুজিবনগর প্রেসক্লাবের
নেতৃবৃন্দ ও সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল, মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিউদ্দীন, সহ-সভাপতি শাকিল রেজা, যুগ্নসম্পাদক সোহাগ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, অর্থসম্পাদক উজ্জল হোসেন, সদস্য মওলাদ হোসেন, সাংবাদিক তুহিন, সাংবাদিক এম.এ খালেক প্রমুখ। এর আগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুজিবনগর কমপ্লেক্স মানচিত্র সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ,যুবমহিলা লীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মোনাখালী ইউনিয়ন পরিষদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদ,মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সংগঠন।
Tags:
রাজনৈতিক