মেহেরপুরে ৩ দিনের ব্যবধানে বজ্রাপাতে আবারও ১ কৃষক নিহত।
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ গাংনী উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২ জন কৃষক নিহত হওয়ার মাত্র ৩ দিনের ব্যবধানে মেহেরপুরের উজলপুরে ১ জন কৃষকের মুত্যু হয়েছে।
আজ সোমবার সকালের দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের সুন্নত আলী (৪৫) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছ্।ে সুন্নত আলী একই গ্রামের বকুল মন্ডলের ছেলে। নিহত সুন্নত আলী ২ সন্তানের বাবা।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন সময়ে বিকট শব্দে বজ্রপাতের ঘটে। এসময় চাতালের মাঠে কাজ করার উদ্দেশ্যে গেলে আকস্মিক ভাবে বজ্র বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে। পরে মাঠের কৃষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে সুন্নত আলীর মৃত্যু হয়। উল্লেখ্য, গত ৩ দিন আগে আকরাম ও জাহাঙ্গীর আলম বজ্রপাতে ২ কৃষক মারা যান।