মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আলগামন চালক নিহত ঃ ৩ মোটরসাইকেল যাত্রী আহত
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে শ্যালোইঞ্জিন চালিত আলগামন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলগামনের চালক রবিউল ইসলাম (৩২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩জনমোটরসাইকেল যাত্রী। নিহত রবিউল গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের সরকার পাড়ার আকমল হোসেনের ছেলে। আহতরা হলেন-একই উপজেলার বাওট গ্রামের শফিরুল ইসলামের ছেলে সাইফ হোসেন (১৮), জমির উদ্দীনের ছেলে অন্তর হোসেন (১৮) ও রিয়াজুল ইসলামের ছেলে জুনায়েদ হোসেন (১৮)।
শনিবার দিবাগত রাত ৯ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মটমুড়া ইউনিয়ন পরিষদের নিকট এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল তার আলগামন গাড়িতে কয়েকজন যাত্রী নিয়ে মেহেরপুরের দিকে আসছিলেন। তারা মটমুড়া ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় আলগামন চালক রবিউলসহ ৪ জন আহত হয়। পথচারীরা তাদের স্থানীয় একটি ক্লিনিকে নেয়। রবিউলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।