মেহেরপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ
স্টাফরিপোটার ঃ মেহেরপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ র্কার্যক্রমের আওতায় ১৫ তম ব্যাচের মোট ৬০ জন মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণের মোট ৯ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর ছহিউদ্দীন ব্রিলিয়ান্ট প্রি ক্রিকেট একাডেমী মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যএবং জন প্রশাসন প্রতিমন্ত্রীর সহ ধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম।
জাতীয় মহিলা সংস্থা মেহেরপুরের জেলা কর্মকর্তা মোহাঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক লিনা হাফিয়া, জাতীয় মহিলা সংস্থা মেহেরপুরের সহকারী প্রোগ্রামার সোমা বসু প্রমুখ।
পরে উপকার ভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।