মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

 


মেহেরপুর জেলার মাসিক  উন্নয়ন  সমন্বয় সভা অনুষ্ঠিত 

মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী , অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম প্রমুখ।  

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, এছাড়াও বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। একইসাথে বঙ্গবন্ধুর ৪৭ তম মুত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা ও জেলা শিল্পকলা একাডেমির উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। 




Post a Comment

Previous Post Next Post