মেহেরপুরের গাংনীতে রাতে রাস্তায় গাছ ফেলে গরু ব্যাপারীদের ৪ লাখ টাকা ছিনতাই
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী হাটবোয়ালিয়া সড়কে গরু ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতদল গ্ররুর ব্যপারীদের একটি গাড়ি থামিয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় জানা গেছে, গরুর ব্যাপারীরা শুক্রবার গাংনী থানায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে মেহেরপুরের গাংনী উপজেলা কামারখালী গ্রামের শফিউদ্দীনের ছেলে মুকলুকাতের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, গরুর ব্যবসায়ী মুকলুকাত সহ কয়েকজন ব্যাপারী লালমনিরহাট জেলার বড় বাড়ীয়া পশুর হাট থেকে গরু ক্রয় করে ট্রাক যোগে বাড়ি ফিরছিলেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টারদিকে গাংনী উপজেলার বামন্দী হাটবোয়ালিয়া সড়কের ছাতিয়ান সিটিগাড়ির মাঠে পৌছালে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত রাস্তার উপর গাছ ফেলে গতিরোধ করে। এসময় ব্যাপারীদের কাছে থাকা ৩ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা , এবং কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় মুকলুকাত বাদী হয়ে দঃ বিঃ ৩৯৫ প্যানঅল কোড ১৮৬০ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং-১, তারিখ-১/৭/২২ ইং ।