মেহেরপুরের করমদি গ্রামে গেটের সানসেট ভেঙ্গে পড়ে কন্যা শিশুর মৃত্যু
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে বাড়ীর গেটের উপর নির্মিত সানসেট থেকে পড়ে সুমাইয়া খাতুন (৮) নামের এক কন্যা শিশুর মুত্যু হয়েছে। শিশু সুমাইয়া করমদি গ্রামের পশ্চিম পাড়ার দীন ইসলামের মেয়ে। নিহত সুমাইয়া স্থানীয় একটি প্রাথমিক ব্যিালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।
রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে একই গ্রামে নানার বাড়ির গেটের সানসেট থেকে থেকে পড়ে তার তার মৃত্যু হয়। স্থানীয় যুবক সোহেল রানা জানান, সুমাইয়া নানার বাড়ির গেটের উপর সানসেটের উপর ফুলের চারা রোপন করছিল্ ।
এ সময় সে অসাবধানবশতঃ সানসেট থেকে থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Tags:
একসিডেন্ট