মুজিবনগরে প্রশাসনে সহোযোগীতায় শারীরিক প্রতিবন্ধী আকালি এর নতুন পথযাত্রা
স্টাফরিপোটার :মুজিবনগর
মেহেরপুরের মুজিবনগরের উন্নয়নের রুপকার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন,
যিনি প্রশাসনের সকল শুভ কাজের অনুপ্রেরণা।
তারই অনুপ্ররণায় এবং প্রশাসনে সহযোগীতায়, শারীরিক প্রতিবন্ধী আকালি এর নতুন পথযাত্রা।
ফ্রান্সিস দফাদার, ডাকনাম আকালি, বাড়ি মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে। শারীরিকভাবে অসুস্থ হওয়ায়, তার জীবন যুদ্ধ অন্যদের তুলনায় অনেক বেশী। জীবন যুদ্ধে ক্লান্ত আকালির যাপিত জীবনে পাশে হয়তো অনেকেই দাড়িয়েছেন বিচ্ছিন্নভাবে, কিন্তু তা তার দারিদ্র্যের যবনিকা টানতে পারেনি। আত্মমর্যাদার সাথে আয়বর্ধনকারী কাজের সংস্থান ছিলো আকালির একমাত্র লালিত স্বপ্ন।
সেই স্বপ্ন আজ সত্যি হলো।
রবিবার মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান এঁর আর্থিক সহায়তায় ও পরামর্শে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের তত্ত্বাবধানে, ফ্রান্সিস দফাদার ওরফে আকালির নতুন পথযাত্রা শুরু হয়েছে।
আকালির সাথে কথা বলে জানা যায়, তার চাহিদা মোতাবেক দোকানের জন্য তাকে দশ হাজার টাকার বিভিন্ন মুদি সামগ্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিনে দেয়া হয়েছে।
সহযোগীতার জন্য উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন
মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় অধ্যাপক ফরহাদ হোসেন কে যিনি প্রশাসনের সকল শুভ কাজের অনুপ্রেরণা।তিনি আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন,
মেহেরপুর জেলা প্রশাসক যাঁর আর্থিক সহায়তা ও পরামর্শে আকালির জীবনের নতুন যাত্রা!
Tags:
মেহেরপুর