গাংনীর চরগোয়াল গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ্ইউনিয়নের চর গোয়ালগ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধনের খবর পাওয়া গেছে। পুকুর মালিক জানিয়েছে, রাতের বেলায় কেউ পুকুরে বিষ দিয়েছে ফলে মাছ গুলো মরে ভেসে উঠেছে।
শনিবার দুপুরে চরগোয়ালগ্রামের জলাশয়ে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটে। জলাশয়ের মালিক জালাল উদ্দীন পার্শ্ববর্তী মটমুড়া গ্রামের নয়েজ উদ্দীনের ছেলে।জানা গেছে, মাত্র কয়েক মাস আগে ৪ বিঘা জলাকার বর্গা নিয়ে ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন জালালউদ্দীন।
এমতাবস্থায় কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। তবে ধারণা করা হচ্ছে, পানির অভাবে পাট চাষীরা জাগ দিতে পারছে না। একজন চাষীকে পুকুরের এক পাশ্বে পাট জাগ দিতে জায়গা করে দেয়া হয়। এ সময় অন্য কাউকে পাট জাগ দিতে না দেয়ায় শত্রæতাবশতঃ পুকুরে বিষ দিয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে।