গাংনীতে জাতীয় মতস্য সপ্তাহ-২০২২ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান
kbdnews ঃ ‘ নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে, ৭ দিন ব্যাপী কর্মসূচির মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টার সময় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে গাংনী উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিআরডিবির হলরুমে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার খোন্দকার শহিদুর রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানা,
গাংনী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ও শিক্ষক প্রতিনিধি রাকিবুল ইসলাম রকিব প্রমুখ।
উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সভায় গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য চাষী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।