গাংনীতে অগ্নিকান্ডে প্রতিবন্ধীর দোকান ঘর ভস্মীভূত।

 


গাংনীতে অগ্নিকান্ডে  প্রতিবন্ধীর দোকান ঘর ভস্মীভূত। 

  

মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউপির অন্তর্গত সাহেবনগর বাজারে দুবৃত্তদের দেয়া আগুনে শারীরিক প্রতিবন্ধী আব্দুল আলিমের দোক্না ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। রাতের বেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান ঘর , নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আব্দুল আলিম সাহেবনগর গ্রামের সামসুল হকের ছেলে। 

 রবিবার দিবাগত গভীর রাতের দিকে সাহেবনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়,বাড়ির সাথে আব্দুল আলিমের মুদি দোকান ঘর ছিল। দোকান বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে গেলে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার দোকানে আগুন লাগিয়ে সটকে পড়ে। 

খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের  একটি দল ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘর পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত আব্দুর আলিম জানান, দোকান ঘর চিহ্নিত দুর্বৃত্তরা দোকান ঘরে আগুন দিয়েছে। কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, মেম্বর হেলালউদ্দীন ও ক্যাম্প ইনচার্জ এস আই  শরিফ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  


Post a Comment

Previous Post Next Post