গাংনীতে ভোক্তা অধিকার দপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ মালামাল থাকায় ব্যবসায়ীদের জরিমানা
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে মুদী ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে লাইসেন্স না থাকা , মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়ায় গাংনী বাজারের উত্তর পাড়াস্থ শফিকুল ষ্টোর এবং মেহেদী বীজ ভান্ডারের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছ্ ে। পরে মেয়াদোত্তীর্ণ মালামাল আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়।
আজ বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ পরিচালক সজল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের ভোক্তা অধিকার দপ্তরের উপ পরিচালক সজল আহমেদ, জেলা তথ্য অফিসার ,জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার সহ পুলিশ সদস্যবৃন্দ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের আওতায় তাদের জরিমানা করা হয়।
আমিরুল ইসলাম অল্ডাম