মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ গাংনীর বেতবাড়ীয়া গ্রামের শিক্ষা ও সমাজকল্যাণ মূলক সংগঠন‘আমার আমি’ এর পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করা হয়েছে। ‘আকাঙ্খা, আত্মবিশ্বাস ও প্রচষ্টায় জীবন গড়ি’এই শ্লোগানে গড়ে উঠা ভিন্ন ধর্মী সংগঠন শিক্ষাকে সর্Ÿোচ্চ অগ্রাধিকার দিয়ে একঝাঁক উদ্যোমী যুবক ভাল মানুষ তথা উন্নত সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে। কাজীপুর ইউনিয়নসহ আশে পাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মেধা যাচাই-মূল্যায়ন তথা মেধা অন্বেষনে পরীক্ষার মূল্যায়ন শেষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ।
আজ সোমবার সকাল ১১ টার সময় বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে ইউনিয়নব্যাপী ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮২ জন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক এ পরীক্ষা শেষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেতবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান বিশ্ষ্টি সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পল্টু।অনুষ্ঠানে বিশেস অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন, বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, পরিবর্তনের মেহেরপুর সংগঠনের সভাপতি সাইদুর রহমান বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক রফিকুল ইসলাম, গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রেজাউল হক মাষ্টার, মুজিবুর রহমান স্মৃতি প্রি ক্যাডেট স্কুলের পরিচালক রুহুল হুদা, শিক্ষক মিজানুর রহমান বাঘা ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেতবাড়ীয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মঞ্জুরুল ইসলাম টকি, পীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদি, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,
এব্যাপারে আলাপচারিতায় সংগঠনের সভাপতি সাইদুর রহমান বাবু জানান, ‘আমার আমি’ নামক সংগঠনটি আমরা কয়েকজন বন্ধু মিলে গড়ে তুলি ২০১৬ সালে। প্রতিবছর আমরা আমাদের ইউনিয়নের ছেলেমেয়েদের শিক্ষার মানোন্নয়নে এবং মেধা অন্বেষনে এরকম প্রতিযোগিতার আয়োজন করে থাকি। বিগত ২ বছর মহামারী করোনা পরিস্থিতির কারনে আমরা কর্মসূচি বাস্তবায়ন করতে পারিনি। এবছর আবার আমরা সংগঠনের ৩৩৩ জন সদস্যর মতামতের ভিত্তিতে পরীক্ষার আয়োজন করেছি। পরীক্ষার মূল্যায়নে আমরা ঈদের ১ দিন পর প্রতি গ্রæপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের নগদ যথাক্রমে ১ হাজার, ৭শ এবং ৫শ টাকা, ১ টি ক্রেষ্ট ও একটি গল্পের বই উপহার হিসাবে প্রদান করা হয়।এছাড়াও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি,গুনী ও খ্যাতিমান ব্যক্তিদের সম্মানার্থে ক্রেষ্ট উপহার দেয়া হয়। ব্যতিক্রমধর্মী এরকম আয়োজনে এই সংগঠনের উপদেষ্টা নাফিজ ইমতিয়াজ ওরফে সৌরভ, সাধারণ সম্পাদক সুমন আশিক, গিয়াস, সুমনসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অংশগ্রহনকারীরা।