সেচ্ছাসেবী সংস্হা ওব্যাট থিংক ট্যাংক খুলনার ৪র্থ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

 




সেচ্ছাসেবী সংস্হা ওব্যাট থিংক ট্যাংক খুলনার ৪র্থ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন


 বি এম রাকিব হাসান   খুলনা বুরো :  গত ২৯জুন বঙ্গবাসি অডিটোরিয়াম হলে সেচ্ছাসেবী সংস্থা ওব্যাট থিংক ট্যাংক খুলনার ৪র্থ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়।এই সেচ্ছাসেবী সংস্হা বিগত ৪ বছর ধরে খুলনার বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রমগুলো পরিচালনা  করে এসেছে। 

আইএসডিসিএম এর খুলনার  প্রজেক্ট অফিসার মোঃহুমায়ুন কবিবের সভাপতিত্বে উক্ত অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সসমাজসেবক ও ব্যবসায়ী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওব্যাট হেল্পাসের মনিটরিং অফিসার শারজিল জিলানী ও স্বাধীন বাংলা সংবাদের বার্তা সম্পাদক শেখ রাজিব। এছাড়াও উপস্হিত ছিলেন ওব্যাট হেল্পাস খুলনার সকল শিক্ষক-শিক্ষিকা এবং সেচ্ছাসেবী সংস্হার সকল সদস্যগণ।
অনুস্টান শেষে সকল সদস্যবৃন্দকে ওব্যাট থিংক ট্যাংক খুলনার পক্ষ হতে সাটিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post