মেহেরপুরে নাশকতার মামলায় ১২ জামায়াত বিএনপির নেতা কর্মী কারাগারে
স্টাফরিপোটার ঃ মেহেরপুর আদালতে নাশকতার মামলায় স্থায়ী জামিন নিতে গিয়ে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির , সেক্রেটারী সহ ১২ জন এবং বিএনপি নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার বিকালের দিকে এ সমস্ত নেতাকর্মীদের কারাগারে নেয়া হয়। এদের মধ্যে রয়েছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর উপজেলা ভাাসি চেয়ারম্যান মাহবুবুল আলম, রাজনৈতিক সেক্রেটারী রুহুল আমিন, উপজেলা সেক্রেটারী জাব্বারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রব মুকুল, জামায়াতের কর্মী সাইফুল ইসলাম, রমজান আলী, মহাসিন আলী,শাহাবুদ্দিন রফিকুল ইসলাম, আব্দুল জাব্বার , বিএনপি নেতা আলিহীম এবং আব্দুস সালাম। এসব নেতা মেহেরপুরের কলেজ পাড়া, খন্দকার পাড়া, হিজুলী,রাধাকান্তপুর, রাজনগর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ১৬ মে মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে গোপন বৈঠক করার সময় মেহেরপুর পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। ঐ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)(২৫) ডি ধারায় মেহেরপুর সদও থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-২৩।
এদিকে মামলার পরপরই উল্লেখিত আসামীরা মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। এবারে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নিতে গেলে ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক তাদের জামিন আবেদন নামঞ্জুর কওে কারাগাওে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
আমিরুল ইসলাম অল্ডাম