স্টাফরিপোটার : কথিত সাাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা মেহেরপুর সদর থানায় ।সদর থানা সুত্রে জানা গেছে মেহেরপুর ২৫০ শর্যা জেনারেল হাসপাতালের প্রধান সহকারি মো: হাবিবুর রহমানের কাছে কথিত সাংবাদিক মো: স্বপন হাবিবুররহমানের কাছে ৫০হাজার টাকা দাবি করেন । এবিষয়ে হাবিব সাহেব তার কতৃপক্ষ সহ গন্যমান্য ব্যাক্তি দের জানান। এবং মেহেরপু সদর থানায় লিখিত এজাহার দাখিল করেন।এজাহার টি সং যোযন করা হলো,
Tags:
মেহেরপুর