মেহেরপুরে ধুমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রনের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মেহেরপুরে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী। রঅনুষ্ঠানে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন,মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা রাফিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।