গাংনীতে ইটভাটা ফসলী জমিতে স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান
আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের প্রতিবাদে এলাকাবাসি স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার দুপুরে গাংনী পৌর এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম ও উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে বলা হয়েছে গাংনী পৌর এলাকায় একটি মাঠে শতাধিক একর জমিতে চার ফসলি ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল ইটভাটা স্থাপনের জন্য জমি প্রস্তত করছেন। এখানে ইটভাটা প্রস্তুত করা হলে, পরিবেশ মারাতœক বিপর্যয় হবে। পাশাপাশি আবাদি জমি নষ্ট হবে।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত করা হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে,বিষয়টি নিয়ে এক প্রতিক্রিয়ায় গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী বলেন, কৃষি জমি নষ্ট করে ইটভাটা গড়ে তুললে,পরিবেশের মারাত্বক ভাবে ক্ষতি হবে। পরিবেশের ক্ষতি করবে,এমন কাজ থেকে সকলকে বিরত থাকায় আইন সঙ্গত।
এ বিষয় গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, জনগণের ক্ষতি করে কেউ ইটভাটা স্থাপন করতে পারবে না। আমরা জনগণের পক্ষে আছি এবং থাকবো । তাছাড়া ইটভাটার কালো ধোঁয়ার ফলে পরিবেশ ও আবাদি জমির ফসল নষ্ট হবে ।