গাংনীতে সরকারীভাবে বোরো ধান সংগ্রহ অভিযান-২০২২ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চাষীর নামে ধান দিচ্ছে ব্যবসায়ীরা



স্টাফরিপোটার  ঃ মেহেরপুরের গাংনীতে উপজেলা খাদ্যশষ্য সংরক্ষণ ও মনিটরিং কমিটির চলতি মৌসুমে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২২  কার্যক্রম চলছে খুড়িয়ে খুঁড়িয়ে। উপজেলার খাদ্য গুদামে  ৯ শ’ ২১ মে,টন ধান  ও ৩ শ’ ৮৮ মে.টন চাল ক্রয়ের লক্ষ্যে শুভ উদ্বোধন  করা হলেও এ পর্যন্ত প্রায় ১ মাস পর মাত্র ১৭০ মে.টন ধান ক্রয় করা সম্ভব হয়েছ্ ে। 

জানা গেছে, প্রকৃত চাষীরা সরকারী মূল্যে গোডাউনে ধান বিক্রয় করতে পারছেন না কারন সরকারী মূল্য মন প্রতি ১ হাজার ৮০ টাকা। অন্যদিকে খোলা বাজারে ধানের দাম তুলনামূলক বেশী। তারপরেও ব্যবসায়ীরা অফিসের ওসিএলএসডিকে ম্যানেজ করে নানাভাবে নি¤œমানের ধান ক্রয করছে।দেখা গেছে, আদ্রতা পরিমাপক যন্ত্রে প্রকৃত অর্থে শুকনা না হলেও  ধান সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। একইভাবে জানা গেছে, প্রকৃত চাষীদের নামে তাদের কৃষক কার্ড নিয়ে এসে ধান বিক্রয় করছে কয়েকজন অসাধু ব্যবসায়ীরা।  চাষীদের  পরিচিতি কার্ড হিসাবে এনআইডি কার্ড বা তাদের মোবাইল ফোন নং পর্যন্ত নেয়া হচ্ছে না।   

এব্যাপারে ওসিএলএসডি  হাসান সাব্বির জানান, কাগজে কলমে ঠিক রেখেই ধান ক্রয় চলছে। সকল চাষীর নাম বা মোবাইল নং সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।   




Post a Comment

Previous Post Next Post