মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 


মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর  জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার বেলতলাপাড়া গ্রামে পানিতে ডুবে মোমিন হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মোমিন বেলতলাপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশের জনৈক মাজেদ আলীর পুকুরের পানিতে ডুবে শিশু মোমিনের মৃত্যু হয়।  

স্থানীয়রা জানান, সকালের দিকে শিশু মোমিনের বাবা-মা স্থানীয় ইউপি নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শিশু  মোমিন বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করতে গেলে আকস্মিকভাবে পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা গোসল করতে গিয়ে শিশু মোমিনকে পানিতে ভাসতে দেখে। সে বেঁচে আছে ভেবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



Post a Comment

Previous Post Next Post