মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

 


মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে হাম্মাদ আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাম্মাদ গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার প্রবাসী আব্দুর রহিমের ছেলে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,হাম্মাদ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় মেহেরপুর দিক থেকে কুষ্টিয়াগামি দ্রæতগতির একটি দূরপাল্লার যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এসময় হাম্মাদ বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তবরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


আমিরুল ইসলাম অল্ডাম

Post a Comment

Previous Post Next Post