খুলনা খাদ্য গুদাম হ্যান্ডেলিং ওয়ার্কার্স ইউনিয়নের কমিটি নিয়ে বিতর্কঃ নির্বাচনের প্রত্যাশায় শ্রমিকবৃন্দ

 


খুলনা খাদ্য গুদাম হ্যান্ডেলিং ওয়ার্কার্স ইউনিয়নের  কমিটি নিয়ে বিতর্কঃ নির্বাচনের প্রত্যাশায় শ্রমিকবৃন্দ

we Gg ivwKe nvmvb  Lzjbv বুরো

খুলনা  নং ঘাট খাদ্য গুদাম হ্যান্ডেলিং ইউনিয়নের বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হলেও বিলুপ্তি ঘোষিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে সাধারন শ্রমিকেরা আসাদ মিনা  ভাসান মোল্লা পরিষদ কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও অস্বীকার করছেন তারা বর্তমান কমিটির সাধারন সম্পাদক ভাষান মোল্লা জানানআমরা নির্বাচনের জন্য যথেষ্ট আগ্রহী আমরা চাই নির্বাচন হোক নির্বাচনের জন্য আমরা সকল শ্রমিকের কার্ড করার জন্য পদক্ষেপ নিচ্ছি তবেবিপরীতে সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানানবর্তমানে এখানকার সকল শ্রমিক বঞ্চিত বর্তমানে এই কমিটির মেয়াদ না থাকলেও তারা ষড়যন্ত্রমূলকভাবে দ্বায়িত্বপালন করছে নির্বাচন অনুষ্ঠিত হলেইশ্রমিকেরা নির্ধারন করবেন কারা যোগ্য

এদিক শ্রম  কর্মসংস্থান অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান জানানআমরা ৪৫ দিনের সময় বেধে দিয়েছি। এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি

তবেসর্বসাধারণের মতে অতিসত্ত্বর নির্বাচন অনুষ্ঠিত হলে থাকবে না কোনো সংশয়। শ্রমিকদের একটাই দাবিসেটা হলো "নির্বাচন"

 


Post a Comment

Previous Post Next Post