মেহেরপুরে পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

 


স্টাফরিপোটার  ঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মেহেরপুরের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত  পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্প (ইরেসপো)২য় পর্যায় দিনব্যাপী  অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে কর্মশালায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (ভারপ্রাপ্ত) মহা পরিচালক  এস এম মাসুদুর রহমান,

অনুষ্ঠানে অন্যদের মধ্যে  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটআবু সাইদ, মেহেরপুর জেলা বিআরডিবি উপ পরিচালক জাকিরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনারুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান তারিখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  প্রকল্প কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ।   



আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post