মেহেরপুরের গাংনী পৌরসভায় শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত



 মেহেরপুরের গাংনী পৌরসভায় শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত

 মেহেরপুর জেলা প্রতিনিধি  ঃমেহেরপুরের গাংনীতে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ টার সময় গাংনী পৌরসভার আয়োজনে পৌরসভার  সভাকক্ষে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের অংশগ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শামীম রেজার সঞ্চালনায়  উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান,পানি সরবরাহ প্রকল্পের আবাসিক প্রকৌশলী ওবাইদুর রহমান, বিদ্যুতের উপ সহকারী প্রকৌশলী জামিউল ,উপ সহকারী প্রকৌশলী (সিভিল ) আমিনুল কবীর, গাংনী পৌর সভার পানি তত্বাবধায়ক  (প্রেষণ) উপ সহকারী প্রকৌশলী রাজু আহমেদ প্রমুখ। 

এছাড়া শহর সমন্বয় কমিটির সদস্য,কাউন্সিলর আছেলউদ্দীন, মিজানুর রহমান, ছামিউল ইসলাম,আতিয়ার রহমান,ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, গাংনী পৌর আ.লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, নারীনেত্রী নুরজাহান বেগম ,কুষ্টিয়া ইবির টেকনিক্যাল অফিসার অশোক চন্দ্র বিশ্বাস, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। 

 কর্মশালায়  পানি সরবরাহ লাইন প্রতিস্থাপন, রাস্তা, সুপেয় পানি ব্যবস্থাপনা, বিনোদন স্পট, স্যানিটেশন –পয়ঃ নিষ্কাশন কার্যক্রম সুচারুরুপে বাস্তবায়নে  টিএলসিসি’র  সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা  কামনা করা হয়। এসময় টিএলসিসি সদস্যরা তাদের ওয়ার্ডের নানা সমস্যা তুলে ধরে  প্রকল্প  বাস্তবায়নে সুপারিশ করেন। 





Post a Comment

Previous Post Next Post