মেহেরপুরের মুজিবনগরে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার নির্ধারিত মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মাহমুদুল হাসান, মুজিবনগর থানার ওসি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। টিসিবি’র পণ্য এবার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, এবং ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে। পবিত্র ঈদুল আযহার পূর্বে সরকার প্রদত্ত কার্ড ধারীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি ক রা হবে।