মেহেরপুরে মরহুম কামরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন, হুয়েল চেয়ার ও ফুটবল বিতরণ

 




আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর জেলা প্রতিনিধি :  মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা মরহুম কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন,প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইল চেয়ার ও তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফেরাতে ফুটবল বিতরণ করা হয়েছে। 

বুধবার বিকেলে গাংনী পৌর শহরের উত্তরপাড়াস্থ সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপুর রাজনৈতিক কার্যালয় চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মরহুম কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল ইসলাম। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল,গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,মনিরুজ্জামান মাস্টার,গাংনী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু শিলা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিন,বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, গাংনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম প্রমুখ।  

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু। 

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দুস্থ্য ও অসহায় মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ১৫ জনের মাঝে সেলাই মেশিন, ২৫ প্রতিবন্ধীদের মাঝে হুয়েল চেয়ার ও বিভিন্ন গ্রামের যুব ও কিশোরদের মাঝে ৩০ টি ফুটবল বিতরণ করা হয়।                    

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল,সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল,শ্রমিক লীগ নেতা মোতালেব হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।


আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post