দুর্ঘটনায় এক জনের মৃত্যু মুজিবনগরে

 


দুর্ঘটনায় এক জনের মৃত্যু মুজিবনগরে



 মুজিবনগর থেকে  মোঃ জাহিদ হাসান  ঃ মেহেরপুর-কোমরপুর সড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় খোকন মন্ডল (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার ১৮ জুন বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর-কোমরপুর রাস্তার যতারপুর গ্রামের আবুল হায়াত মডেল স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মন্ডল যতারপুর গ্রামের ইয়াকুব আলী মন্ডলের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, কৃষক খোকন মন্ডল মোটরসাইকেল যোগে মাঠের দিকে যাচ্ছিলেন। আবুল হায়াত মডেল স্কুলের সামনে আসা মাত্রই বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেই। রাস্তার উপর পড়ে খোকন মন্ডল মারাত্বক আহত হন। আহতবস্থায় তাকে উদ্ধার করে মুজিবনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় দিয়েছেন স্থানীয়রা। ট্রাকটি আমঝুপি এলাকার বলে জানান ওসি মেহেদী রাসেল।


মুজিবনগর থেকে
মোঃ জাহিদ হাসান

Post a Comment

Previous Post Next Post