ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের নাসিক
নগর এলাকার একটি ভবনধসে নিহত ১৯
Kbdnews ডেস্ক
ভবন ধসের অল্প সময়ের মধ্যেই
সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
এনডিটিভি।প্রতিবেদনে বলা
হয়, নিহতদের মধ্যে ১২জনের পরিচয় ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছে নাসিক নগর পুলিশ। এরা
হলেন কিশোর প্রজাপতি, সিকান্দার রাজভার, অরবিন্দ রাজেন্দ্র ভারতি, অনুপ রাজভার, অনিল
যাদব, শামু প্রজাপতি, লীলা বাঈ প্রহ্লাদ গায়গোয়াড়, রমেশ নাগ বৈদ্য, প্রহ্লাদ
গায়কোয়াড় এবং গুড্ডু পাসপোর।ভবন ধসের অল্প সময়ের মধ্যেই
সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতিমধ্যে ১৪ জনকে উদ্ধার
করা হয়েছে এবং তাদের মধ্যে চারজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের
প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিস কর্মীরা
জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তুপে এখনও ২০ থেকে ২৫ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করছেন
তারা।