মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) অপু সরোয়ার , জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আখতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও মেহেরপুর জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।