মেহেরপুরে পৌরসভা ও ৪টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর পৌরসভা ও মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর,নব-গঠিত বারাদী,আমঝুপি ও নব-গঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোটিং হয়েছে।
আজ বুধবার সকাল ৮টা দিকে একযোগে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীন ভাবে চলেছে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে কোন কেন্দ্রে এখন পর্যন্ত কোন বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মেহেরপুর পৌর নির্বাচনে ৩৪ হাজার ৭৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ৭৬৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৮ হাজার ১৫ জন। মেহেরপুর পৌর সভায় পুরুষ ভোটার চেয়ে ১ হাজার ২৪৬ জন মহিলা ভোটার বেশি। মেহেরপুর পৌরসভায় মোট ২০টি কেন্দ্রে ১২২টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। র
এছাড়াও একযোগে ইভিএম পদ্ধতিতে মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।