মুজিবনগর থেকে মোঃ জাহিদ হাসান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ।
শনিবার বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, উপজেলার কেদারগঞ্জ বাজারের চার রাস্তার মোড় থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফারুক লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কালাম আজাদ দাড়িয়া পুর ইউনিয়নের সভাপতি মোস্তাকিন হক খোকন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও (সাবেক) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তসলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, যুবলীগ নেতা হাসানুজ্জামান লালটু, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য বাবুল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইউপি সদস্য আবুল কালাম, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক আব্দুল খালেক, উপজেলা তাঁতিলীগের (সাবেক) আহ্বায়ক প্রবীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য শিলু ও শাহিন উদ্দিন শাহীন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগের নেতা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মুজিবনগর থেকে
মোঃ জাহিদ হাসান
Tags:
রাজনিতি