ওব্যাট থিংক ট্যাংক রুপসা,খুলনার বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন।


বিএম রাকিব হাসান  খুলনা বুরো:  খুলনা খালিশপুরে অবস্হিত বেসরকারি সংস্থা ওব্যাট থিংক ট্যাংক রুপসা,খুলনা গত ১৪ই জুন মঙ্গলবার ৩নং ক্যাম্প ওব্যাট আইটি সেন্টারে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে।

রক্তদাতা দিবস উপলক্ষে তারা সারাদিন ব্যাপি রক্ত পরিক্ষা, রক্তদান,আলোচনাসভা এবং রক্তদান সম্পর্কে সবাইকে সচেতনতা করা করে।
শারমিন আক্তার নেহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ওব্যাট হেল্পাস খুলনা শাখার প্রকল্প কমকর্তা মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ওব্যাট থিংক ট্যাংক খুলনা শাখার সাধারণ সম্পাদক তানভীর আলম স্বপন।এছাড়াও আরও ছিলেন আতিকুল ইসলাম হামিদ,মুসফিক হাসান, আবিদ হোসেন,রুপা খাতুন,নওশাদ আলম,ইরানি সহ সকল সদস্যবৃন্দ


Post a Comment

Previous Post Next Post