মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল , গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।একই সাথে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।