যশোর জেলার মনিরামপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অপরাধে ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র্যাবন-৬
বি এম রাকিব হাসান খুলনা বুরোঃ
গত ০১ জুন ২০২২ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় যশোর জেলার মণিরামপুরে ১৮ বছর বয়সী (বুদ্ধি প্রতিবন্ধি) ভিকটিম তার খালা বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে আসামী শিব দাস তাকে বিভিন্ন লোভ লালসাসহ বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে মণিরামপুর থানাধীন পাঁচাকড়ি গ্রামে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আবার মনিরামপুর থানাধীন হোগলাডাঙ্গা গ্রামের এক বাগানে নিয়ে একই তারিখ আনুমানিক রাত ০৯.০০ ঘটিকার সময় আবারো ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে মনিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত ১০ জুন শুক্রবার র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার এজাহার নামীয় আসামী যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাস্টমস এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১০ই জুন ভোর ৪:৩০ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে শিব দাস (৩২), পিতা-দুলাল দাস, সাং-হোগলাডাঙ্গা দাসপাড়া, থানা-মণিরামপুর, জেলা-যশোর, নামের আসামি কেভগ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
পরবর্তীতে আসামীকে যশোর জেলার মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।