খুলনা র‌্যাব-৬ এর অভিযানে যশোর হতে ০১টি বিদেশী পিস্তল ও গুলিসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

 


খুলনা র‌্যাব-৬ এর অভিযানে যশোর হতে ০১টি বিদেশী পিস্তল ও গুলিসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

 

বি এম রাকিব হাসান খুলনা বুরো

গত ০৬ই জুন সোমবার র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি গত ০৬ই জুন সোমবার ৩:১৫ ঘটিকার সময় যশোর জেলার অভয়নগর থানাধীন চলিশিয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে, তারেক আহমেদ সজল(৩৮), পিতা-আলী আহমেদ তরফদার, মাতা-রেখা বেগম,  মারুফ @ তুহিন(৩২), পিতা-মৃত মাহমুদ, মাতা-হোসনে আরা, উভয় সাং-কোটা, থানা-অভয়নগর, জেলা-যশোর নামের দুই আসামিকে  গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি ও ০২টি মোবাইলফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

 

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post