অভয়নগর উপজেলায় রয়েছে দর্শনীয় স্থান ঐতিহাসিক এগার শিব মন্দির


 

অভয়নগর উপজেলায় রয়েছে দর্শনীয় স্থান ঐতিহাসিক এগার শিব মন্দির


বি এম রাকিব হাসান। খুলনা  
 
যশোর অভয়নগর উপজেলার অভয়নগর গ্রামে অবস্থিত ঐতিহাসিক এগার শিব মন্দির। খুলনা- যশোর মহাসড়কের রাজঘাট হতে মাত্র তিন কিলোমিটার দূরে ভৈরব নদীর উত্তর পাশে এটির অবস্থান। বিখ্যাত চাঁচড়া জমিদার পরিবারের সদস্য রাজা নীলকান্ত আনুমানিক অষ্টাদশ শতাব্দীতে মন্দিরগুলো নির্মাণ করেন। এই স্থাপত্যসমূহ নির্মাণে চুন-সুরকি ও পাতলা বর্গাকৃতির ইট ব্যবহার করা হয়েছে। এখানে একসাথে ১১ টি মন্দির রয়েছে এবং মন্দিরগুলো শিবের প্রতি উৎসর্গকৃত। এই কারণেই এ মন্দির এগার শিব মন্দির নামে পরিচিত। মন্দিরের পূর্ব ও পশ্চিম দিকে ৪টি করে মোট ৮টি মন্দির রয়েছে। দক্ষিণে রয়েছে ২টি এবং উত্তর দিকে রয়েছে বড় ১টি মন্দির যা দক্ষিণমুখী। প্রত্যেকটি মন্দির মাঝখানের উঠানের দিকে মুখ করে দাঁড়ানো। মন্দিরগুলো স্থানীয় প্রচলিত শিল্প রীতিতে নির্মিত। মন্দিরগুলোর দেয়ালে রয়েছে বিভিন্ন ধরনের কারুকাজ। কথিত আছে রাজা নীলকান্ত তার মেয়ে অভয়ার জন‍্য এই মন্দির নির্মাণ করেন। লোকমুখে শোনা যায় এই এগারটা মন্দিরে এগারটা শিবের মূর্তি ছিল। অতীতে নাকি কষ্টি পাথরেরও মূর্তি ছিল এই মন্দিরে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন এখানে। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জায়গাটি সংস্কার ও প্রচার করে তাহলে দেশের মানুষের পাশাপাশি আশেপাশের প্রতিবেশী দেশ থেকেও পর্যটকরা ঐতিহাসিক স্থানটি দেখতে আগ্রহী হবেন। বর্তমানে এই এগার শিব মন্দির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত একটি পুরাকীর্তি।

Post a Comment

Previous Post Next Post