রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সীল ব্যবহার করে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৬
বি এম রাকিব হাসান
খুলনা ব্যুরো
আজ ২৬ মে বৃহস্পতিবার ২০২২,র্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় চাকুরি দেয়ার নামে ০১জন প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত প্রতারণার কাজে সে বিভিন্ন গুরুত্বর্পূন রাষ্টীয় ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের সীলমোহর জাল করে ব্যবহার করছে এবং ইতিমধ্যে বেশ কিছু ভূয়া নিয়োগপত্র ভূক্তভুগিদের প্রদান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি আজ দুপুর ১২:৪৫ ঘটিকার সময় খুলনা জেলার ফুলতলা থানাধীন দমাদরর এলাকায় অভিযান পরিচালনা করে। চাকরি দেয়ার নামে প্রতারণাকারী, প্রনব চ্যাটারজী (৫৩), পিতা-পুরনজয় চ্যাটারজী, সাং-রামদিয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে সরকারি চাকুরির ভূয়া নিয়োগপত্র ১১টি, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি এবং দপ্তরের সীল ০৯টি, মহামান্য রাষ্ট্রপতির আদেশ নামা ০৩ কপি,চেক বই ০১টি, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তির সুপরিশনামা ০৪টি এবং প্রতারণার কাজে ব্যবহৃত স্টাম্প ০১টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামী প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী’কে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে ও আসামীর বিরুদ্ধে প্রতারনার মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।