গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসছে

 


গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসছে

Kbdnews  প্রতিবেদন 

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিগানের রচয়িতা, দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ লন্ডন থেকে আগামী শনিবার দেশে পৌঁছবে

বুধবার যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তথ্য জানান

সাইদা মুনা তাসনিম বলেন, ‘আমরা আশা করছি, সব ঠিক থাকলে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লন্ডনের হিথ্রো এয়াপোর্ট থেকে রওনা দিয়ে মরহুমের মরদেহ ২৮ মে শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাফফার চৌধুরীর মরদেহ ফেরানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়

গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসার পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহিদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করার কথা রয়েছে

উল্লেখ্য, আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে বৃহস্পতিবার যুক্তরাজ্যের বার্নেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

 

Post a Comment

Previous Post Next Post