স্টাফরিপোটার ঃ মেহেরপুরের মনোহরপুরে বজ্রাঘাতে ২ ভাই হতাহত হয়েছে। ঈদুল ফিতরের নামাজ পড়তে ঈদগাহ মাঠে যাওয়ার পথে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ভাই নিহত হয়। অন্য জমজ ভাই মন্টু মিয়া (৫০) মারাত্মকভাবে আহত হয়েছে। দুই ভাইয়ের বাড়ি মনোহরপুর গ্রামে। আব্দুর রাজ্জাক মনোহরপুর গ্রামের পাতান আলীর ছেলে।
আজ মঙ্গলবার সকালের দিকে ঈদগাহ মাঠে যাওয়ার পথে বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ও মৃদু ঝড়ো হাওয়া বইছিল। পাশাপাশি বজ্রবৃষ্টিও হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে দুইভাই ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে আকস্মিক বজৃপাতে জমজ ভাই আব্দুর রাজ্জাক ও মন্টু মিয়ার উপর বজ্রপাত পড়ে। সাথে সাথে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার বড় ভাই আব্দুর রাজ্জাক কে মৃত ঘোষনা করেন ।আহত অন্য ভাই মন্টুকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করেন।
মেহেরপুর থানার ওসি শাহ দারা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।